১৩ কোটি ৮০ লাখ টাকার বিপুল পরিমাণ ড্রাগস আটক আমবাসায়

FB IMG 1688063842599

আমবাসা : বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ দুই কুখ্যাত ড্রাগস কারবারি পুলিসের হাতে। আমবাসা মহকুমা পুলিস বৃহস্পতিবার ভোরে ১৩ কোটি ৮০ লাখ টাকার হেরোইন আটক করলো। গোপন সূত্রের খবরে অভিযানে নেমে মিজোরাম থেকে আসা একটি ভ্যান গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন আটক করা হয় আমবাসা বেতবাগান এলাকায়।পুলিস মোট ৩ কিলো ৪৬ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে।পুলিশ পিকলু ভৌমিক ও মাহাবুব আলম নামে বক্সনগরের দুই যুবককে আটক করতে সক্ষম হয়েছে।ধলাই জেলা পুলিশ সুপার অভিনাশ রাই জানান TR 01 BU 0234 নম্বরের একটি মহিন্দ্রা নিয়ে আমবাসা আসার পথে বেতবাগান নাকা চেকিং পয়েন্টে আমবাসা পুলিশের হাতে ধরা পড়ে গাড়িটি। অভিযান চালিয়ে সফলতা পাচ্ছেন। এদিনের এই নেশা বিরোধী অভিযানের নেতৃত্বে ছিলেন আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার। উনার দীর্ঘ প্রচেষ্টায় এই সাফল্য আসে বলে জানান পুলিশ সুপার। ধারণা হেরোইন গুলির মধ্যে কিছু হয়তো বাংলাদেশে পাচার করা হতো। আর বাকি গুলি ত্রিপুরায়।আটক এই দুই নেশাকারবারি পূর্বে দুইবার বিশাল পরিমাণে নেশা পাচারের সময় পুলিশের হাতে আটক হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের বেইল হয়ে যায় । পুলিশ সুপার জানিয়েছেন এবার যাতে বেইল না হয় তার জন্য পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। আমবাসা থানার পুলিশ দুই অভিযুক্তের বিরুদ্ধে এন.ডি.পি.এস ধারায় মামলা গ্রহণ করে। জেলা পুলিস সুপার জানান, মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরার আহ্বানে নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে চলছে অভিযান।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র