আগরতলা : সরকারি ন্যায্যমুল্যের দোকানের চাল খোলা বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময়ে লোকজন আটক করে খাদ্য দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেন। ঘটনায় চাঞ্চল্য রাজধানীর আর এম এস চৌমুহনী এলাকায়। জগন্নাথ বাড়ি রোডে ১৩ নম্বর রেশনের ডিলার হলেন কাশীনাথ ঘোষ। ডিলার অসুস্থ থাকায় পরিবারের লোকজন রেশন চালাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ গ্রাহকদের সঙ্গে প্রতিনিয়ত দুর্ব্যবহার করা এই সরকারি ন্যায্যমুল্যের দোকান থেকে দীর্ঘদিন ধরে খোলা বাজারে চাল বিক্রি করে দেওয়া হয়। এও অভিযোগ জনৈক দোকানি রেশন থেকে চালের বস্তা নিয়ে যান প্রায়শই। লোকজন এতদিন ধরে হাতেনাতে ধরার চেষ্টা করলেও তা পারছিলেন না। অবশেষে শুক্রবার মহারাজগঞ্জ বাজারের জনৈক ব্যবসায়ী দুই বস্তা চাল মোটর বাইকে করে নিয়ে যাওয়ার সময় রাস্তায় আটক করেন লোকজন। যদিও সেই ব্যক্তি রেশন থেকে চাল নিয়েছেন বলে স্বীকার করেননি। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন সদরের দুইজন খাদ্য আধিকারিক। তাঁরা এসে দেখেন চাল গুলি রেশনের। সঙ্গে সঙ্গে দুই বস্তা চাল পাশের একটি রেশন শপে নিয়ে রাখেন। ঘটনার তদন্ত করে দেখার পর সদর মহকুমা শাসক যা ব্যবস্থা নেওয়ার নেবেন বলে এক খাদ্য আধিকারিক জানান।
সরকারি ন্যায্যমুল্যের দোকানের চাল অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় আটক করলো স্থানীয়রা
197