টাইব্রেকারে লেবাননকে হারিয়ে সাফ কাপের ফাইনালে ভারত

বেঙ্গালুরু : ১২০ মিনিটের লড়াইয়ের পরও জেতেনি কোনও দল। শেষ পর্যন্ত টাইব্রেকারে লেবাননকে হারিয়ে সাফ কাপের ফাইনালে জায়গা করে নিল ভারত। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামের প্রায় ২০ হাজার দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত গলা ফাটালেন সুনীল ছেত্রীদের জন্য। সহজ সুযোগ না ফস্কালে নির্ধারিত সময়েই জিতে যেতে পারত ভারত। টাইব্রেকারে নায়ক হয়ে উঠলেন ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিংহ সান্ধু। ৪-২ গোলে লেবাননকে হারিয়ে ফাইনালে কুয়েতের সামনে ভারত।

টাইব্রেকারের প্রথম পেনাল্টি মারতে যান সুনীল। গোলরক্ষকের ডান দিক দিয়ে গোল করেন তিনি। অন্য দিকে লেবাননের অধিনায়ক হাসান মাটুকের প্রথম শট বাঁ দিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন গুরপ্রীত। ফলে শুরুতেই পিছিয়ে পড়ে লেবানন। ভারতের হয়ে সুনীলের পরে আনোয়ার আলি, মহেশ নাওরেম সিংহ ও উদান্তা সিংহ গোল করেন। লেবাননের চতুর্থ শট বারের উপর দিয়ে উড়ে যেতেই ম্যাচ জিতে যায় ভারত। খেলা শেষে মাঠে নেমে সহকারী কোচ ও ফুটবলারদের জড়িয়ে ধরেন নির্বাসিত ভারতীয় কোচ ইগর স্তিমাচ।

Related posts

আগামী বছরের ১ জানুয়ারি থেকে আমতলী দ্বাদশ স্কুল মাঠে শুরু হতে যাচ্ছে কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট

জাতীয় আসরে অংশ নিতে চলা যোগা দলকে সংবর্ধনা

রাজধানীতে রাজ্যভিত্তিক রেড রান প্রতিযোগিতা ঘিরে সাড়া