আগরতলা : টাউন ক্লাবকে ২-১ গোলে হারিয়ে প্রথম লিগে জয়ের হ্যাট্রিক করলো রামকৃষ্ণ ক্লাব। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো রামকৃষ্ণ ক্লাব ও টাউন ক্লাব। ম্যাচে ২-১ গোলে টাউন ক্লাবকে পরাজিত করে প্রথম জয়ের হ্যাট্টিক করে নেয় রামকৃষ্ণ ক্লাব।এদিন ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য অবস্থা শেষ করে দুই দল। ম্যাচের দ্বিতীয়ার্ধে ১৪ ও ১৮ মিনিটে রামকৃষ্ণ ক্লাবের হয়ে জোড়া গোল করে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যায় ক্লাবের নির্ভরযোগ্য ফুটবলার বিদ্যা চরন জমাতিয়া। ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকে খেলতে থাকা টাউন ক্লাব ১ টি গোল করে ম্যাচে গোলের ব্যবধান কমাতে সক্ষম হলেও পরাজয় রুখতে পারেনি টাউন ক্লাবের ফুটবলাররা। ম্যাচে টাউন ক্লাবের হয়ে গোলটি করেন সঞ্জীব শীল। এদিনের ম্যাচে জয়ের ফলে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে উঠে এলো রামকৃষ্ণ ক্লাব। অন্যদিকে ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে টাউন ক্লাব।