অবনমনের হাত থেকে রক্ষা পেয়েছে ফ্রেন্ডস ইউনিয়ন

আগরতলা : লিগে দ্বিতীয় জয় পেলো ফ্রেন্ডস ইউনিয়ন। সোমবার উমাকান্ত মাঠে ১-০ গোলে বীরেন্দ্র ক্লাবকে পরাজিত করে ফ্রেন্ডস ইউনিয়ন। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশান পরিচালিত সিনিয়র ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় এদিন মুখোমুখি হয় বীরেন্দ্র ক্লাব ও ফ্রেন্ডস ইউনিয়ন। উমাকান্ত মিনিস স্টেডিয়ামে ফ্রেন্ডস ইউনিয়ন ১-০ গোলের ব্যবধানে বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে দেয়। খেলার দ্বিতীয়ার্ধে ফ্রেন্ডস ইউনিয়নের হয়ে গোলটি করে হায়ুং জমাতিয়া। এদিনের ম্যাচে জয়ের ফলে দল অবনমন হাত থেকে রক্ষা পেয়েছে ফ্রেন্ডস ইউনিয়ন।বীরেন্দ্র ক্লাবের কোচ জানান খেলোয়াড়রা ভালো খেললেও সুযোগ কাজে লাগাতে পারেননি। ফ্রেন্ডস ইউনিয়নের কোচ বলেন দলের খেলোয়াড়রা ভালো খেলেছে। দলে বেসিরভাগ খেলোয়াড় জুনিয়র।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের