বেতন বাড়ল এন এইচ এমের চিকিৎসক- কর্মচারীদের

আগরতলা : ত্রিপুরায় কর্মরত চুক্তিবদ্ধ চিকিৎসক এবং কর্মচারীদের বেতন হার বৃদ্ধির সিদ্ধান্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানান স্বাস্থ্য দপ্তরের সচিব ডাঃ দেবাশিস বসু। জাতীয় স্বাস্থ্য মিশনের ২,০৫১ জন স্টাফ রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল তাদের বেতন বৃদ্ধির বিষয়ে স্বাস্থ্য দপ্তর থেকে। তারপর ভারত প্রয়োজনীয় অর্থ এর জন্য প্রস্তাব যায় কেন্দ্রের কাছে। ভারত সরকার সেই প্রস্তাব মেনে নিয়েছে। তারপর জাতীয় স্বাস্থ্য মিশনের সকল স্টাফদের তথ্য সরবরাহ করা হয় ভারত সরকারের কাছে। স্বাস্থ্য সচিব জানান আগে ল্যাব টেকনেসিয়ানরা সবচেয়ে কম বেতন পেত। বর্তমানে তাদের বেতন বৃদ্ধি পেয়েছে। তিনি জানান সিএইচসি লেভেলে যে সকল স্পেশালিষ্ট ডাক্তার রয়েছে তাদেরকে মাসে ১০ হাজার টাকা করে এলাউন্স দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নতুন বেতনক্রম অনুসারে অতিরিক্ত অর্থ ব্যয় হবে ১৬.৭৮ কোটি টাকা। রাজ্যে ২০৫১ জন জাতীয় স্বাস্থ্য মিশনের স্টাফ উপকৃত হবেন নতুন বেতন বৃদ্ধির ফলে। চিকিৎসক- কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবি অনেক দিন আগে থেকেই জানানো হচ্ছিল। অবশেষে বাড়লও তাদের বেতন।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন