শুন্যপদ পড়ে থাকলেও নিয়োগ নেই ফার্মাসিস্ট, সরব বেকাররা

আগরতলা: দেওয়া হয়েছিল পর পর দুই বছর বিজ্ঞাপন। অভিযোগ বিজ্ঞাপন দেওয়া হলেও নেই নিয়োগ। অথচ পরে আছে পাঁচ শতাধিক শুন্যপদ। তাই দ্রুত ফার্মাসিস্ট নিয়োগের দাবি জানালেন বেকার ফার্মাসিস্টরা। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন রেজিস্ট্রার রাজ্যের বেকার ফার্মাসিস্টরা। তাঁরা জানান, ২০১৬ সালের পর ত্রিপুরায় সরকারি ভাবে ফার্মাসিস্ট নিয়োগ করা হয়নি।তাদের অভিযোগ অথচ বেকার ফার্মাসিস্ট যেমন আছে তেমনি রয়েছে শুন্যপদ স্বাস্থ্য কেন্দ্র গুলিতে। ২০২১ ও ২০২২ সালে মন্ত্রীসভা সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয় নিয়োগের। কিন্তু আর প্রক্রিয়া এগুয়নি। নিয়োগের দাবিতে তাঁরা দুই তিনবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিন্তু আশ্বাস ছাড়া কিছুই মিলেনি।রাজ্যে এখন মাত্র ২৩৭ জন ফার্মাসিস্ট রয়েছে কর্মরত। প্রতি বছর অবসরে যাচ্ছেন অনেকে। অথচ শুন্যপদ পূরণ করা হচ্ছে না। এই অবস্থায় ফের ফার্মাসিস্ট নিয়োগের দাবিতে সরব বেকাররা।

Related posts

Govt plans to deploy Special Executives as tourist police: CM

রাজ্যের আট জেলায় হবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মহড়া

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এন ডি আর এফ ফান্ড থেকে ডি বি টির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়