হাওড়ার জল বেড়ে প্লাবিত দক্ষিন চন্দ্রপুর শ্রীলঙ্কাবস্তী

Picsart 23 07 02 15 51 54 236

আগরতলা : প্রবল বর্ষণে বেড়ে গেছে হাওড়া নদীর জল স্তর। জল বেড়ে যাওয়ায় নদীর আশপাশ এলাকা জল মগ্ন হয়ে গেছে। শনিবারের বর্ষণে নদীর জল বেড়ে গেছে। তাই প্রতি বছরের অভিজ্ঞতায় রাজধানীর দক্ষিন চন্দ্রপুর শ্রী লঙ্কা বস্তী এলাকার লোকজন অনেকেই ঘরের জিনিস পত্র বেঁধে ফেলেন। তাদের আশংকা সত্যি হয়ে প্লাবিত হয় আশাপাশ জমি । পড়ায় ২০-২৫ জনের বাড়ি ঘরে ঢুকে যায় জল। অনেকের বাড়িতে হাঁটু সমান জল উঠে। ঘরেও প্রবেশ করে জল। চারিদিকে শুধু জল আর জল। বাধ্য হয়ে বাড়ি ঘর ছেড়ে সন্তানদের নিয়ে চন্দ্রপুর এস বি স্কুলে আশ্রয় নিয়েছেন। তবে রবিবার নতুন করে বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে জল কমছে। স্থানীয়দের অভিযোগ রবিবার সকালে জল মগ্ন এলাকা হলেও প্রশাসনের লোকজনের দেখা মিলেনি এলাকায়।

Related posts

Govt plans to deploy Special Executives as tourist police: CM

রাজ্যের আট জেলায় হবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মহড়া

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এন ডি আর এফ ফান্ড থেকে ডি বি টির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়