আগরতলা : রাজ্যের বেকার যেসব যুবক-যুবতী যারা কারখানা খুলতে চায় কিংবা উদ্যোগী হতে চান তাদের জন্য বিশেষ সুযোগ এনেছে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম। এদের জন্য নিয়ে এসেছে নতুন স্কিম। শুক্রবার ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের খেজুরবাগান স্থিত অফিসে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে চালু করেছে যুব ত্রিপুরা, নতুন ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা স্কিম। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্প দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি, শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক সহ অন্যরা। চেয়ারম্যান নতুন স্কিম সম্পর্কে জানাতে গিয়ে বলেন, প্রতি জেলা থেকে প্রথম পর্যায়ে ১০০ জন করে যুবক- যুবতীকে বোধজংনগর, এ ডি নগর ও বাধারঘাট শিল্প এলাকা ঘুরিয়ে দেখানো হবে। একদিনে তাদের ঘোরানর পাশাপাশি হবে কর্মশালা, মতবিনিময়। যারা শিল্প- কারখানা করতে চান তারা কিভাবে ঋণ পাবেন তা নিয়েও কথা বলার সুযোগ পাবেন ব্যাঙ্কের লোকজনের সঙ্গে। শিল্প উন্নয়ন নিগমও নিজস্ব তহবিল থেকে সাহায্য করবে যারা প্রকৃত অর্থে কারখানা গড়ে তুলতে চায়। যারা উদ্যোগী হতে চান তাদের সঙ্গে এর পর জেলা- ব্লক স্তরে মতবিনিময় করার ব্যবস্থা করা হবে বলেও জানান চেয়ারম্যান।