ক্যান্সার আক্রান্ত মহিলাকে চুল দান করলেন রাজ্যের ছোট্ট কন্যা

আগরতলা : অনসূয়ার অনন্য কাজ। ৫ বছরের অনসূয়া নিজের মাথার চুল দান করলেন ক্যান্সার আক্রান্ত এক মহিলাকে। জানা গেছে মহারাষ্ট্রের বাসিন্দা সংঘমিত্রা শালিগ্রাম মানে। বয়স আনুমানিক ৫০ বছর। নাগপুর ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন সংঘমিত্রা শালিগ্রাম মানে নামে মহিলা। ক্যান্সারে আক্রান্ত থেরাপি দেওয়ার কারণে উনার মাথার চুল উঠে গেছে। উনি পুনরায় মাথার চুল প্রতিস্থাপন করার জন্য অনুরোধ রাখেন। তখন ব্যাঙ্গালোর এর এক প্রকৃতি সামাজিক সংস্থার নজরে আসে বিষয়টি। এই সংস্থা আগরতলা বড়দোয়ালী নিবাসী অনিমেষ ঘোষ এর পরিবারের সঙ্গে যোগাযোগ হয়।৫ বছর বয়সী ছোট্ট অনসূয়া ঘোষ এর মাথার চুল অনেকটাই বড় বয়সের তুলনায় তাই অনসূয়া ঘোষের পরিবার সিদ্ধান্ত নেই মেয়ের মাথার এই চুল স্বেচ্ছায় দান করবেন । যেমন সিদ্ধান্ত তেমন কাজ।সেই সিদ্ধান্ত থেকেই শিশু বিহার স্কুলে কেজি টু-তে পড়ুয়া ছাত্রী অনসূয়া ঘোষের পিতা মাতা মহারাষ্ট্রের বাসিন্দা সংঘমিত্রা শালিগ্রাম মানের জন্য তার মেয়ের চুল পাঠানlছোট্ট অনসূয়া ঘোষ-র বাবা- মা জানান তারা এই কাজটি করতে পেরে খুবই আনন্দিত ।ছোট্ট বয়সেই অনসূয়া সমাজের জন্য যে কাজটি করেছে তাদের মেয়ে তাতে খুব খুশিও তারা।

Related posts

আম্বেদকর নিয়ে অমিত শাহ-র মন্তব্যের প্রতিবাদ জানাল তপশিলি জাতি সমন্বয় সমিতি

সেজে উঠছে রাজধানীর অদূরে আল্পনা গ্রাম

২২ দফা দাবি নিয়ে সরব গভর্ণমেন্ট পেনশনাস অ্যাসোসিয়েশন ত্রিপুরা