দ্বিতীয় ডিভিশন ফুটবল আসরকে সামনে রেখে অনুশীলন চালিয়ে যাচ্ছে ভারত রত্ন সংঘ

আগরতলা : ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত দ্বিতীয় ডিভিশন ফুটবলের উদ্বোধনী ম্যাচকে সামনে রেখে অনুশীলন চালিয়ে যাচ্ছে ভারত রত্ন সংঘ। রাজ্য-বহিঃরাজ্যের ফুটবলার নিয়ে চ্যাম্পিয়নের লক্ষ্যে দল গঠন করেছে ঊষা বাজারের ভারত রত্ন সংঘ। ২০২২-২৩ সালে ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় রার্নাস হওয়া দল ভারত রত্ন সংঘ এবছর দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে। লক্ষ্য একটাই দ্বিতীয় ডিভিশন চ্যাষ্পিয়ন এর খেতাব দখল করে প্রথম ডিভিশনে জায়গা করে নেওয়া। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্যের খ্যাতনামা ফুটবলার সহ কলকাতা থেকে আসা ডিফেন্ডার কল্যান আদককে নিয়ে সুখময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জোর কদমে অনুশীলন চালিয়ে যাচ্ছে। কোচ কৌশিক রায়ের তত্ত্বাবধানে চলছে অনুশীলন।দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে গত বছর তৃতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় চ্যাষ্পিয়ন হওয়া ব্লাড মাউথ ক্লাবের বিরুদ্ধে খেলতে নামবে ভারত রত্ন সংঘ। নিজেদের প্রথম ম্যাচেই জয় দিয়ে এবছর ফুটবল মরশুম শুরু করতে চান বলে জানান টিম ম্যানেজার দ্বীপ জ্যোতি ঘোষ।৫ জুলাই এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতা শুরু হবে।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

আগামী বছরের ১ জানুয়ারি থেকে আমতলী দ্বাদশ স্কুল মাঠে শুরু হতে যাচ্ছে কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট

জাতীয় আসরে অংশ নিতে চলা যোগা দলকে সংবর্ধনা