কর বৃদ্ধি করা হয়নি- মেয়র

আগরতলা : সম্পদ কর দেওয়ার সময়সীমা বাড়াল আগরতলা পুর নিগম। উৎসবের মরশুম হওয়ায় মুখ্যমন্ত্রীর পরামর্শে এক মাস বারিয়েছে নিগম। ফলে ৫ অক্টোবর নয়, ৫ নভেম্বরের মধ্যে পুর নাগরিকদের প্রকৃত কর জমা দিতে হবে। সোমবার পুর নিগমে এক বৈঠক শেষে সাংবাদিকদের জানান মেয়র দীপক মজুমদার। এদিন আধিকারিক সহ অন্যদের নিয়ে বৈঠক করা হয় পুর নিগমের কনফারেন্স হলে। পরে মেয়র বলেন, এবারের বাজেটে কর বৃদ্ধি করার কোন সংস্থান ছিল না। যারা কর দিচ্ছেন না তাদের থেকে কর আদায় করা হচ্ছে মাত্র। সমগ্র দেশে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী নিগম গুলিকে নিজে চলার সংস্থান দেওয়া হয়েছে। তাই নিগম তার নিজস্ব অর্থ বৃদ্ধি করতে চায়।তিনি বলেন নিগম চেষ্টা করছে আধুনিক পদ্ধতিতে সকলকে পরিষেবা দেওয়ার। তিনি বলেন এতদিন ধরে যারা ভুল তথ্য পরিবেশন করে কর দিয়ে আসছেন তাদের এখন প্রকৃত কর এখন থেকে দিতে হবে।মেয়র দাবি করেন সম্পত্তি কর বৃদ্ধি করা হয়নি।উল্লেখ্য মানুষের বাড়ি বাড়ি গিয়ে নতুন করের নোটিশ দিয়ে আসছে পুর নিগমের লোকজন। অভিযোগ তাতে দেখা যাচ্ছে আগের তুলনাউ অনেক বেড়ে গেছে সম্পদ করের পরিমাণ। স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়ছেন আমজনতা।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে