পর্যটন দিবস উপলক্ষে শহরে বর্ণাঢ্য পদযাত্রা

আগরতলা : রাজ্যের পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। বিশ্বের মানচিত্রে ত্রিপুরার পর্যটনকে তুলে ধরার প্রয়াস চলছে। বর্তমান রাজ্য সরকার পর্যটন বান্ধব। বিশ্ব পর্যটন দিবসে রাসজধানিতে পদজাত্রার সূচনা করে একথা বললেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়। এবছর দুই দিন ব্যাপী কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। বুধবার সকালে আগরতলায় হয় পদযাত্রা। বর্ণাঢ্য পদযাত্রা উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে বের হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হেরিটেজ পার্কের সামনে শেষ হয়। এদিন পদযাত্রায় মন্ত্রী ছাড়াও ছিলেন দপ্তরের সচিব, অধিকর্তা, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা সহ অন্যরা। বর্ণাঢ্য পদযাত্রায় শহরের বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও অংশ নেন।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে