আগরতলা : আধুনিক যুগে প্রতিটি পরিবারে বয়স্ক অভিভাবকরা যেন থাকেন যাতে ভুল- সঠিক সবকিছু জানতে পারে।। প্রবীণরা হলেন দিশা নির্দেশক।প্রবীণদের জন্য বিশেষ কোন দিবসের প্রয়োজন হয় না সম্মান, শ্রদ্ধা জানানোর জন্য। বিশ্ব প্রবীণ দিবসে পশ্চিম জেলা ভিত্তিক অনুষ্ঠানে একথা বললেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। প্রতিবছর সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের তরফে বিশ্ব প্রবীণ দিবস পালন করা হয় রাজ্যেও। এবছর প্রবীণ দিবসে জেলাভিত্তিক অনুষ্ঠান হয় রবিবার আগরতলা মুক্তধারায়।উপস্থিত ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র ছাড়াও পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, পশ্চিম জিলা পরিষদের সভাধিপতি হরি দুলাল আচার্য সহ অন্যরা। অনুষ্ঠানে শহরের এক প্রবীণ নাগরিককে সংবর্ধনা দেওয়া হয়।