আগরতলা : পরিকল্পনা মাফিক বেকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এটা সরকারের দায়িত্ব। এই দায়িত্ব পালন না করে শহর পরিষ্কার করার নামে শুধুই ভেঙে দিয়ে অরাজক পরিস্থিতি করা হয়েছে। এর প্রতিবাদ জানিয়েছে প্রদেশ কংগ্রেস। রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা। শনিবার পুর নিগমের তরফে বটতলা সহ আশপাশ এলাকায় যানজট মুক্ত করতে অভিযান চালানো হয়। যারা ফুটপাত, রাস্তা দখল করে অবৈধ ভাবে ব্যবসা করছেন তাদের সরিয়ে দেওয়া হয়। অভিযোগ অভিযান পুর নিগম চালালেও কোন বিকল্প ব্যবস্থা করেনি। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা মানুষের স্বার্থে দাবি জানান অবিলম্বে উচ্ছেদ করা ক্ষুদ্র দোকানিদের পুনর্বাসন, অর্থনৈতিক ভাবে ক্ষতিপূরণ দেওয়া এবং ভেন্ডারদের জন্য শহরে সুনির্দিষ্ট নীতি গ্রহণ করার। আশিস বাবু অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মানুষের জন্য পদক্ষেপ গ্রহণ না করে সুশাসনের কথা বলতে পারেন না। তিনি মন্তব্য করেন সুশাসন রাজ্যে দুঃশাসনে পরিণত হয়েছে। এসবের বিরুদ্ধে আগামীদিনে জোরদার আন্দোলনে নামবে কংগ্রেস বলে জানান আশিস সাহা। পাশাপাশি এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি সোচ্চার হয়েছেন বিদ্যুৎ মাশুল ও পুর নিগমের সম্পত্তি কর বৃদ্ধি নিয়েও।