আগরতলা : শ্রমিকদের দাবি আদায়ে রাজধানীতে মিছিল- ডেপুটেশন। মঙ্গলবার ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ-র উদ্যোগে হয় কর্মসূচী। ১১ দফা দাবিতে এদিন সংগঠনের এই কর্মসূচী। তাদের দাবির মধ্যে রয়েছে ত্রিপুরায় ব্যক্তিগত পরিবহন শ্রমিকদের কল্যানে পরিবহন শ্রমিক কল্যান বোর্ড গঠন, ব্যক্তিগত পরিবহন শ্রমিকদের জন্য পেনশন, ই এস আই সি,পি.এফ. অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরা সরকারও ফিটনেস ফাইন হিসাবে দৈনিক ৫০ টাকা জরিমানার যে প্রচলিত নিয়ম আছে অবিলম্বে তা প্রত্যাহার, পুনরায় বিক্রি করা ই-রিক্সার মালিকানা পরিবর্তন করার নিয়ম চালু, সমগ্র ভারতবর্ষে একই রকম পরিবহন আইন চালু করা সহ ১১ দফা দাবি সংগঠনের। এসব দাবিতে এদিন সংগঠনের নেতা- কর্মীরা রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল বের করে। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরিবহণ অফিসের সামনে যায়। নেতৃত্বে ছিলেন প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ-র সর্বভারতীয় সভাপতি অসীম দত্ত, সাধারণ সম্পাদক সুমন শীল সহ অন্যরা। জমায়েত থেকে এক প্রতিনিধি দল দাবি গুলি নিয়ে কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। এই দাবিগুলি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজবুত সংঘ-র।