শ্রমজীবীদের ঐক্যবদ্ধ করার জন্য স্লোগান উঠেছে- মানিক

IMG20231003110632 03

আগরতলা : সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন গোটা বিশ্বে যেভাবে চলছে একে একমাত্র রুখতে পারে শ্রমজীবী গণতান্ত্রিক মানুষের ঐক্য- লড়াই সংগ্রাম। সাম্রাজ্যবাদ ধ্বংসাত্মক অবস্থা তৈরি করার চেষ্টা করছে। এরা সমস্যা স্মধান করতে না পারলে মানুষের মধ্যে বিভাজন বিভেদ তৈরি করে। ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের প্রতিষ্ঠা দিবসে এই মন্তব্য করেন সি আই টি ইউর রাজ্য সভাপতি আম্নিক দে। মঙ্গলবার সংগঠনের ৭৮তম প্রতিষ্ঠা দিবস উদপাজন করা হয় প্রতিবছরের মতো এবারো সি আই টি ইউ-র রাজ্য দপ্তরে। এদিন সকালে পতাকা উত্তোলন করেন সভাপতি মানিক দে। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, তপন দাস, পাঞ্চালী ভট্টাচার্য, কানু ঘোষ সহ অন্যরা। আলোচনা করতে গিয়ে শ্রমিক নেতা মানিক দে বলেন, ভারতেও বর্তমান শাসক দল বিভাজনের রাজনীতি করছে। বিভাজনের বিরুদ্ধে শ্রমজীবীদের ঐক্যবদ্ধ করার জন্য স্লোগান উঠেছে। তিনি বলেন, এমন একটা বিশ্ব তৈরি যাতে হয় যেখানে থাকবে শান্তি- সম্প্রীতি। যেখানে মানুষ ঘুম থেকে উঠে না খেয়ে যেতে হবে না, সারাদিন কাজের ব্যবস্থা থাকবে।

Related posts

CM directs timely completion of road, drain works in Agartala

৬০ শতাংশ বৈধ গ্রাহক নিয়মিত বিদ্যুৎ বিল দেন না–বিদ্যুৎমন্ত্রী

আগরতলা- সানওয়াল পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন চালু হল রবিবার