রাজ্যেও কালো দিবস পালন

আগরতলা : লখিমপুর খেরির কৃষক ও সাংবাদিক হত্যার প্রধান অভিযুক্ত আশিস মিশ্র টেনি ও তার বাবা কেন্দ্রীয়মন্ত্রী অজয় মিশ্র টেনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলো সংযুক্ত কিষান মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন।মঙ্গলবার সর্বভারতীয় কর্মসূচি অনুযায়ী আগরতলা সহ সারা ত্রিপুরায় কালো দিবস পালন করা হয়।মূল অনুষ্ঠানটি হয়েছে আগরতলায়।মেলারমাঠের সিপিআইএম পশ্চিম জেলা কমিটির অফিসের সামনে থেকে সংযুক্ত কিষান মোর্চার বিশাল মিছিল শহর পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনিতে যায়। সেখানে হয় বিক্ষোভে সভা।সেখানে বক্তব্য রাখতে গিয়ে সংযুক্ত কিষান মোর্চার আহ্বায়ক পবিত্র কর বলেন আজকে শ্রমজীবী মানুষের কাজ নেই, ৯০ শতাংশ সেচ ব্যবস্থা নষ্ট। এসব সহ লখিমপুর খেরির ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি নিয়েই সংযুক্ত কিষান মোর্চা ডাক দিয়েছে এই কালা দিবসের।তিনি বলেন এই অবস্থার পরিবর্তন করতে ক্ষমতাসীন সরকারের পরিবর্তন করতে হবে।তিনি বলেন সংযুক্ত কিষান মোর্চা প্রমাণ করতে পেরেছে কৃষি আইন প্রত্যাহার করানো যায় প্রধানমন্ত্রীকে নতজানু করানো যায় ।তিনি বলেন আজকের কালাদিবস রাজ্যের ১৯টি মহকুমায় পালিত হয়েছে।২৪ এর নির্বাচনে বিজেপি সরকারের পতন ঘটানোর জন্য একত্রিত হবার আহ্বান জানান তিনি। সি আই টি ইউ এর সাধারণ সম্পাদক শঙ্কর দত্ত বলেন শুধু আজকের দিন নয় ২০১৪ সালের পর প্রতিদিনই কালো দিন চলছে।এছাড়া বক্তব্য রাখেন জয়গোবিনদ দেবরায়,শ্যামল দে, রঘুনাথ সরকার,রাসবিহারী ঘোষ, রাজ্য কৃষকসভার সভাপতি অঘোর দেববর্মা।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র