আগরতলা : বিজেপি সরকারের সমস্ত চিন্তাভাবনা কর্মসূচী মানুষের জন্য। তাদের কর্মসংস্থানের জন্য। পুর নিগমের সমস্ত ব্যবস্থাপনা কর্মসংস্থানের জন্যই হচ্ছে। সার্বিকভাবে পুর নিগম উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানও দেখে। রাজধানীর জিবি বাজার থেকে ৭৯ টিলা এলাকায় মঙ্গলবার উচ্ছেদ অভিযান চালিয়েছে পুর নিগম। ভেঙে ফেলা হয়েছে কয়েকটি দোকান যারা অবৈধভাবে নির্মাণ করেছে। বুধবার জিবি বাজার এলাকা পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কর্পোরেটর হীরালাল দেবনাথ সহ বাজারের ব্যবসায়ীরা। মেয়র অবৈধ নির্মাণ ভেঙে ফেলা এলাকা ঘুরে দেখেন। পরে মেয়র জানান, সকলেই চায় উন্নয়ন। যানজট মুক্ত শহরে মানুষ যাতে পূজা দেখতে পারেন সেটা দেখতে হবে। ৫০ জন অবৈধ লোকের ব্যবসার উপরে নজর দিয়ে অন্যদের কথা না ভাবলে হবে না। তিনি বলেন যাদের স্ট্রিট ভেন্ডার লাইসেন্স আছে তাদের একজনকেও সরানো হয়নি। তারা থাকবে।কিন্তু স্ট্রিট ভেন্ডারের নাম করে যদি বড় গাড়ি রাস্তার মাঝে বসিয়ে দেওয়া হয় তাহলে তো হবে না। মেয়র জানান, যারা গরীব অংশের মানুষ তারা যদি পুর নিগমের নির্দেশিকা মানে তাদের প্রত্যেককে জায়গা দেওয়া হবে স্ট্রিট ভেন্ডার জোন করে পুজার পরে।