রাজপথে বাম ছাত্ররা

আগরতলা : রাজ্যে বিজেপি- আই পি এফ টি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণের মাধ্যমে বানিজ্যিকিকরণের রাস্তা এই সরকার সুগম করতে চাইছে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সর্বত্র শিক্ষক সংকট তৈরি হয়েছে। শনিবার এই অভিযোগ করেন এস এফ আই-র রাজ্য সম্পাদক সন্দীপন দেব। এদিন সরকারি শিক্ষা বাঁচাও স্লোগানে রাজপথে নামে বাম ছাত্র সংগঠন দ্বয় এস এফ আই-টি এস ইউ। দুই সংগঠনের নেতা-কর্মীরা মেলারমাঠ ছাত্র- যুব ভবনের সামনে থেকে মিছিল বের করে। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিক্ষা ভবনের সামনে যায়। নেতৃত্বে ছিলেন ছাত্র নেতা সন্দীপন দেব, সুলেমান আলি, নেতাজী দেববর্মা, সুজিত ত্রিপুরা সহ অন্যরা। এদিন মিছিল থেকে দাবি জানানো হয় শিক্ষা বেসরকারিকরণ, বানিজ্যিকিকরণ বন্ধ করা, শিক্ষা ক্ষেত্রে বর্ধিত ফি বাতিল, স্কুল- কলেজে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, শিক্ষাক্ষেত্রে বৈষম্য বন্ধ করার দাবি জানানো হয়।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে