আগরতলা: রোগীর পরিজনদের হয়রানি করার অভিযোগ উঠল রাজধানীর এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। সমস্যায় রোগীর পরিজনেরা। বিনা চিকিৎসায় কলকাতায় হোটেলে রোগী। জানা গেছে ছয় অক্টোবর রাজধানীর বেসরকারি নার্সিংহোম নাইটেঙ্গেলে ভর্তি করানো হয়েছিল রাজধানীর গ্র্যান্ডয়োস এলাকার এক মহিলাকে। ৭ অক্টোবর মহিলার অপারেশন করা হয় বেসরকারি নার্সিং হোমে।পড়ে বায়োপসি করার পড়ে ক্যান্সার ধরা পড়ে। রোগীর অবস্থা খারাপ হয়ায়প্রিবারের লোকজন কলকাতায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে হোটেলে রাখা হয়েছে রোগীকে। এদিকে বায়োপসি রিপোর্ট এর প্লেট নাইটেঙ্গেল নার্সিংহোম থেকে দেওয়ার তারিখ দিয়েও দিচ্ছে না বলে অভিযোগ। একের পর এক তারিখ দিয়েই যাচ্ছে। ফলে প্লেট না পাওয়ায় বহিঃরাজ্যে ঠিক ভাবে চিকিৎসাও ক্রতাএ পারছেন না পরিবারের লোকজন। নার্সিংহোম কর্তৃপক্ষ তালবাহানা করছে বলেও অভিযোগ। বিনা চিকিৎসায় কলকাতায় প্র্যা ১৫-১৬ দিন ধরে পড়ে রয়েছে রোগী। ফলে রোগীর শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। মঙ্গলবার ফের পরিজনেরা এলে এক প্রকার দায়সারা ম্নভাব দেখায় নার্সিং হোমের লোকজন। তাড়া কবে আসবে কিংবা দিতে পারবেন রিপোর্ট প্লেট সে সম্পর্কে কিছুই জানেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ফলে কলকাতায় জাওয়ায়র বিমান টিকিট কেটেও বাতিল করতে হয়েছে রোগীর পরিজনদের। এই অবস্থায় নার্সিং হোম কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভ উগরে দেন রোগীর পরিজনেরা।
রিপোর্ট প্লেট নিয়ে নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে তালবাহানার অভিযোগ
206