শহরে একতার জন্য দৌড়

আগরতলা : লৌহমানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মসদিন রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে সারা দেশে পালন করা হয়। এবছরও দিনটি উদযাপন করা হয়েছে সরকারি- বেসরকারি ভাবে। রাজ্যেও সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনে এক্তার জন্য দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় আগরতলায়। রাজ্যভিত্তুইক অনুষ্ঠান হয় রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে।যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, শিল্প দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, জিমন্যাস্ট দীপা কর্মকার, পশ্চিম জিলা পরিষদের সভাধিপতি হরি দুলাল আচার্য সহ অন্যান্য আধিকারিকরা। এদিন অনুষ্ঠানে রাষ্ট্রীয় একতা, অখণ্ডতার জন্য শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান মন্ত্রী রতন লাল নাথ। বেলুন উড়িয়ে অনুষ্ঠানে সূচনা করেন অতিথিরা। এর পড়ে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয় এক্তার জন্য দৌড়। এতে অংশ নেন মন্ত্রী রতন লাল নাথ, টিঙ্কু রায়, সান্ত্বনা চাকমা , রাম প্রসাদ পাল সহ অন্যরা। দৌড়ে এছাড়াও অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া, বিভিন্ন নিরাপত্তা বাহিনীর জওয়ান সহ বিভিন্ন পেশার মানুষ। এক্তার জন্য দৌড়কে ঘিরে শহরে বেশ সাড়া পড়ে।আলোচনা করতে গিয়ে টিঙ্কু রায় বলেন,বর্তমান প্রধান মন্ত্রী ও দেশ বাসীর স্বপ্ন স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে ভারত আবার বিশ্ব গুরু হবে। সেই স্বপ্ন নিয়েই সকলে এগুচ্ছেন। সবাই একসঙ্গে থেকে বৈভবশালী ভারত নির্মাণ করার জন্যই এদিনের শপথ গ্রহণ।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র