আগরতলায় হচ্ছে ANEICON

আগরতলা : আগরতলায় হচ্ছে এবছর অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার নিউরোসায়েন্টিস্টের ৩৬ তম বার্ষিক সম্মেলন।৩ নভেম্বর আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হবে তিনদিনের সম্মেলন চলবে ৫ তারিখ পর্যন্ত।ANEICON হল উত্তর পূর্ব ভারত থেকে স্নায়ুবিজ্ঞানের ক্ষেত্রে নেতৃস্থানীয় বিশেষজ্ঞ, গবেষক এবং পেশাদারদের একটি বার্ষিক সমাবেশ। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান নিউরো সার্জন ডাঃ শিশির দাস,ডক্টর সিদ্ধা রেড্ডি ও ডাঃ মিলিন্দ দেওয়ানকার। শিশির দাস জানান, সম্মেলনে চেন্নাই, মুম্বাই, এইমস সহ দেশের বিভিন্ন জায়গা থেকে  ইউরো সার্জন ,নিউরোলজিস্ট নিউরো অ্যানাস্থেসিস্ট, নিউরো প্যাথলজিস্টরা অংশ নেবেন। ইতিমধ্যে তারা রাজ্যে আসা শুরু করে দিয়েছেন। প্রায় দেড়শ প্রতিনিধি এতে অংশ নেবেন। বিদেশ থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকরা আসবেন। শুক্রবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এর উদ্বোধন করবেন। এছাড়াও থাকবেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী,আগরতলা পুর নিগমের  মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে তারা রাজ্যের পরিকাঠামো,পর্যটনেরও প্রশংসা করেন।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল