পিপলস কংগ্রেসের নেতার বিরুদ্ধে বিক্ষোভ থানায়

আগরতলা : দুর্জয়নগর এলাকায় রাস্তার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল পিপলস কংগ্রেসের সভাপতি প্রদীপ চক্রবর্তীর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে শনিবার বিকেলে এন সি সি থান্য এসে বিক্ষোভ দেখান নারী-পুরুষ।শহরতলীর দুর্জয়নগর কালীবাড়ি রোড এলাকায় একটি রাস্তার কাজে বাধা দিয়ে আসছেন প্রদীপ চক্রবর্তী ও তাঁর সাঙ্গপাঙ্গরা। এমনই অভিযোগ স্থানীয়দের। জানা গেছে এই এলাকায় পিপলস কংগ্রেসের নেতা প্রদীপ চক্রবর্তী একটি জায়গা কিনেছেন। অভিযোগ রাস্তাটি যাতে দ্রুত হয় এলাকাবাসী সেই চেষ্টা করলেও প্রদীপ চক্রবর্তী এতে আপত্তি জানিয়েছেন। জার বিরুদ্ধে জমির দালালির অভিযোগ তুলেছেন গ্রামবাসী। ২ নভেম্বর রাস্তার বিষয় নিয়ে স্থানীয়রা বৈঠক করেছিলেন। অভিযোগ রাতেই পিপলস কংগ্রেসের সভাপতি লোকজন পাঠিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে। ক্ষুব্ধ এলাকাবাসী রাতেই এন সি সি থানায় নামধাম দিয়ে মামলা করেন। শনিবার ফের বিজেপি বড়জলা মণ্ডল সভাপতি সহ অন্যদের নিয়ে সভা হয়। অভিযোগ বৈঠক শেষে সকলে বাড়ি চলে যাওয়ার পরে পুলিস গিয়ে এক ব্যক্তিকে এন সি সি থানায় নিয়ে আসে। স্থানীয়দের অভিযোগ যাদের বিরুদ্ধে ২ তারিখ রাতে মামলা করা হয়েছে তাদের গ্রেপ্তার করেনি পুলিস। অথচ যারা রাস্তার কাজ শেষ করার পক্ষে তাদের একজনকে থানায় নিয়ে এসেছেন। ঘটনার প্রতিবাদ জানিয়ে এন সি সি থানায় এসে বিক্ষোভ দেখান এলাকাবাসী।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি