189
আগরতলা : ১৯৯১ সালের ১৩ নভেম্বর। তখন চলছিল আগরতলা বিধানসভার উপ- নির্বাচনের একটি আসনের জন্য সভা। অভিযোগ তখনই রাজধানীর লাল বাহাদুর চৌমুহনী এলাকায় দুর্বৃত্তরা হত্যা করে বিজেপি নেতাকে। প্রতিবছর প্রয়াত নেতাকে স্মরণ করে থাকে বিজেপি নেতা- কর্মীরা। এবছরও এর ব্যতিক্রম হয়নি। সোমবার বিকেলে প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় স্মরণ সভা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ নেতৃত্ব অমিত রক্ষিত, তাপস মজুমদার, জসীম উদ্দিন, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত সহ অনায়ন্য নেতৃত্ব। সকলে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানান।