আগরতলা : অকাল বর্ষণে কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে কৃষি অধিকর্তা শরদিন্দু দাসের কাছে স্মারকলিপি দিল সারা ভারত কৃষকসভা। সোমবার সংগঠনের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন অধিকর্তার সঙ্গে। দলে ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর, রতন দাস, রাজ কুমার চৌধুরী, পরেশ পাল, অনিমেষ মিত্র। সম্প্রতি ঘূর্ণিঝড় মিধিলি-র জেরে রাজ্যেও সমস্ত জেলায় দুই দিন বৃষ্টি হয়েছে।তবে একদিন ১৭ নভেম্বর সবচেয়ে বেশি বৃষ্টি হয়। আর এই বৃষ্টিতেই মাথায় হাত কৃষকদের।এই সময়ে জমিতে ধানের পাশাপাশি মরশুমি সবজি লাগানো হয়। জল জমে যাওয়ায় ক্ষতির মুখে হাজার হাজার কৃষক। নুইয়ে গেছে জমিতে ধানের গাছ। জল জমে গেছে সবজি ক্ষেতে। এই অবস্থায় সরকারি আর্থিক সাহায্যের আশায় কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সাহায্য করার জন্য সারা ভারত কৃষক সভা দাবি জানিয়েছে। সোমবার সংগঠনের রাজ্য কমিটির তরফে অধিকর্তার কাছে দাবি জানানো হয় দ্রুত টিম গঠন করে ক্ষতি নিরূপণ করা, ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে আর্থিক সাহায্য, কৃষকদের সার বীজ দেওয়ার দাবি জানায় সংগঠন।
বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবি কৃষকসভার
165
previous post