আগরতলা : স্থানীয় বিভিন্ন দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া সংগঠনের কর্মসূচী চলতি মাসব্যাপী রাজ্যজুড়ে চলবে। আগরতলা পুর নিগমে ডেপুটেশনের পর সোমবার ডুকলি ব্লকে বিডিও-র কাছে ৫ দফা দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে মিছিল সংগঠিত করা হয়। জাতীয় সড়ক ধরে মিছিল বিভিন্ন পথ ঘুরে ব্লকের সামনে আসে। মিছিলে ছিলেন নারী সমিতির রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত, নারী নেত্রী রমা দাস, ঝর্ণা দাস বৈদ্য, কৃষ্ণা রক্ষিত, রূপা গাঙ্গুলি মহকুমা নেতৃত্ব। পড়ে জমায়েত থেকে এক প্রতিনিধি দল ডেপুটেশন দেন ব্লকের বিডিও-র কাছে। রমা দাস এদিন অভিযোগ করেন সামাজিক সুরক্ষা ভাতা ২ হাজার টাকা করে অনেকে পাচ্ছেন আবার অনেকে পাচ্ছেন না। সামাজিক সুরক্ষা ভাতা দেওয়ার ক্ষেত্রে রাজনীতি করণটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তাদের দাবির মধ্যে রয়েছে রেগার মজুরি ৬০০ টাকা করা, বছরে ২০০ দিনের কাজের ব্যবস্থা, কাজের সঙ্গে মজুরি প্রদান করার।
৫ দফা দাবিতে ডুকলি ব্লকে বাম নারী সংগঠনের ডেপুটেশন
131
previous post