জনজাতিয় খেল মহোৎসবে অংশগ্রহণকারীদের সংবর্ধনা দিল ক্রীড়া দপ্তর

আগরতলা : খেলাধুলার পরিকাঠামোয় উত্তর- পূর্বাঞ্চলের অন্য রাজ্যের তুলনায় ত্রিপুরা পিছিয়ে নেই।কেন্দ্রের সহায়তায় রাজ্যে অনেক পরিকাঠামো গড়ে উঠছে। রাজ্যে জতগুলি মাঠ রয়েছে আজকের দিনে তৈরি হয়েছে সব গুলি ভালো। সরকার কাজ করছে। মঙ্গলবার দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে এক অনুষ্ঠানে একথা বললেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। এবছর জনজাতিয় খেল মহোৎসব হয়েছে উড়িষ্যার ভুবনেশ্বরে। ৯ জুন থেকে ১২ জুন পর্যন্ত চলা প্রতিযোগিতায় ত্রিপুরা থেকেও খেলোয়াড়রা অংশ নিয়েছিল। জাতীয় স্তরের এই আসরে অংশগ্রহণকারীরা নিজ নিজ দক্ষতা দেখিয়ে পুরষ্কার আনতে সক্ষম হয়। তাদের মঙ্গলবার সংবর্ধনা দেওয়া হয় দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সের সাই সেন্টারে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্যরা।

Related posts

সুপার ডিভিশন চ্যাম্পিয়নের খেতাব অর্জন করলেন ব্লাড মাউথ রানার্স সংহতি ক্লাব

১৪ তম ফেডারেশন কাপে স্বর্ণপদক রাজ্যের মেয়ে রীতা নাগের

ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে উদ্বোধন হল অস্মিতা সিটি লীগের