আগরতলা : লোকসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে নামতে চলেছে আই পি এফ টি।তাই আগামী দিনের কর্মসূচী নিয়ে বিজেপির জোট শরিক আই পি এফ টির কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক হয় । সোমবার এই বৈঠক হয় আগরতলা প্রেস ক্লাবে। উপস্থিত ছিলেন দলের সভাপতি প্রেম কুমার রিয়াং, সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া সহ অন্যরা। দলের কার্যকরী কমিটির সদস্য-সদস্যারা এতে অংশ নেন। সভাপতি বৈঠক নিয়ে বলতে গিয়ে জানান সাংগঠনিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি তিনি জানান ডিসেম্বর মাসে রাজ্য ভিত্তিক জমায়েত হবে। তা নিয়ে মূলত আলোচনা হয়েছে।রাজনৈতিক মহলের মতে তিপ্রা মথার উত্থানে আই পি এফ টি পাহাড়ে অনেকটা কোনঠাসা। চলতি বছরে বিধানসভা নির্বাচনেও তা দেখা গেছে। এই অবস্থায় লোকসভা নির্বাচনের আগে পাহাড়ে কতটুকু জমি খোঁজে পায় দল এখন সেটাই দেখার।