ডিসেম্বরে রাজ্য ভিত্তিক জমায়েত করবে আই পি এফ টি

আগরতলা : লোকসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে নামতে চলেছে আই পি এফ টি।তাই আগামী দিনের কর্মসূচী নিয়ে বিজেপির জোট শরিক আই পি এফ টির কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক হয় । সোমবার এই বৈঠক হয় আগরতলা প্রেস ক্লাবে। উপস্থিত ছিলেন দলের সভাপতি প্রেম কুমার রিয়াং, সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া সহ অন্যরা। দলের কার্যকরী কমিটির সদস্য-সদস্যারা এতে অংশ নেন। সভাপতি বৈঠক নিয়ে বলতে গিয়ে জানান সাংগঠনিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি তিনি জানান ডিসেম্বর মাসে রাজ্য ভিত্তিক জমায়েত হবে। তা নিয়ে মূলত আলোচনা হয়েছে।রাজনৈতিক মহলের মতে তিপ্রা মথার উত্থানে আই পি এফ টি পাহাড়ে অনেকটা কোনঠাসা। চলতি বছরে বিধানসভা নির্বাচনেও তা দেখা গেছে। এই অবস্থায় লোকসভা নির্বাচনের আগে পাহাড়ে কতটুকু জমি খোঁজে পায় দল এখন সেটাই দেখার।

Related posts

৪৩তম আগরতলা বইমেলায় শতরূপা প্রকাশনীর আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একদিবসিয় সম্মেলন এিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট এসোসিয়েশনের

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস