রাজধানীতে প্রতিবাদ মিছিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির

আগরতলা : গোটাদেশে নারীদের আজকে নিরাপত্তা নেই। একই অবস্থা ত্রিপুরায়।এই রাজ্যে নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ বিজেপি সরকার। পুলিস ভুমিকা নিচ্ছে না। নারী ঘটিত অপরাধের ঘটনায় যুক্তরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। এসব অভিযোগ এনে রাজ্যে প্রতিবাদ কর্মসূচী সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির। শনিবার সংগঠনের উদ্যোগে রাজ্যের বিভিন্ন মহকুমায় হয় মিছিল- সভা। এদিন আগরতলায়ও হয় প্রতিবাদ মিছিল। রাজধানীর প্যারাডাইস চৌমুহনী থেকে বের হয় মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে ছিলেন নারী নেত্রী স্বপ্না দত্ত, কৃষ্ণা রক্ষিত, ছায়া বল সহ অন্যরা।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে