আগরতলা : সুস্থ শরীর ও মনের জন্য প্রয়োজন খেলাধুলা। আর খেলার মাঠই হল মন–মানসিকতা সঠিক রাখার মূল জায়গা। সেই বার্তা দিয়ে রবিবার ছুটির দিনে প্রীতি ফুত্রব্ল ম্যাচ হয় দুই মর্নিং ক্লাবের মধ্যে। এদিন আগরতলা বাঘা যতীন মর্নিং ক্লাব ও ধর্মনগর মর্নিং ক্লাবের মধ্যে হয় প্রীতি ফুটবল ম্যাচ। রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচটি হয়। এই খেলায় যারা অংশগ্রহণ করে তাদের বেশিরভাগ খেলোয়াড়ই পঞ্চাশ ঊর্ধ্ব। ম্যাচে বাঘাযতীন মর্নিং ক্লাব ধর্মনগর মর্নিং ক্লাবকে ৭-২ গোলে পরাজিত করে। খেলা শেষে পুরস্কার তুলে দেন টি এফ এর যুগ্ম সম্পাদক তপন সাহা।আগরতলা বাঘা যতীন মর্নিং ক্লাবের এক সদস্য প্রিয়ব্রত তলাপাত্র জানান, এসব খেলার মাধ্যমে বয়স্কদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হবে নতুন ভাবে। এই বয়সেও মাঠে খেলাধুলায় থাকাটা তাদের মধ্যে আনন্দদায়ক বিষয়। মাঠেই উনারা অনুপ্রেরণা পান বলে জানান।ম্যাচ ঘিরে তাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।