আগরতলা : মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নির্দেশে আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে পুর নিগম ও ট্রাফিক বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। শহরে অবৈধভাবে ফুটপাত দখল করে যারা ব্যবসা করছেন কিংবা যত্রতত্র পার্কিং করছেন এদের বিরুদ্ধে অভিযান যেমন চলছে তেমনি চলছে লোকজনকে সচেতন করা। মূলত শহরকে সুন্দর ও মানুষের চলাচলে সুবিধা করে দেওয়ার জন্য ট্রাফিক ও পুর নিগমের পদক্ষেপ। নো পার্কিং জোনে যানবাহন রাখা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নিচ্ছে ট্রাফিক।আগরতলা বর্ডার গোল চক্কর এলাকায় পণ্য সামগ্রী আমদানি রপ্তানির জন্য রাস্তার পাশেই বড় বড় লরি রেখে দেওয়া হয়।এতে লোকজনের যেমন চলাচলে সমস্যা হয় তেমনি যানজটেরও সৃষ্টি হয় বলে অভিযোগ। তাই দাবি উঠেছে এই সমস্যার সমাধানের।এই সমস্যা সমাধানে রবিবার ছুটির দিনে পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ট্রাফিক সুপার মানিক দাস বৈঠক করেন আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্তদের নিয়ে বর্ডার গোল চক্কর এলাকায়। বৈঠকে সিদ্ধান্ত হয় স্থায়ী পার্কিং এর ব্যবস্থা না হওয়া পর্যন্ত আপাতত রাস্তার পাশে একদিকে যানবাহন গুলিকে নির্দেশিকা মেনে রাখার।পুর নিগমের মেয়র জানান, তবে কোন প্রাইভেট গাড়ি সেখানে পার্কিং করে রাখা যাবে না।