৯ ডিসেম্বরে ফের জাতীয় লোক আদালত বসবে

আগরতলা: ফের বসছে রাজ্যে জাতীয় লোক আদালত।৯  ডিসেম্বর এই জাতীয় লোক আদালত বসবে। ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে এই লোক আদালত বসবে। এই লোক আদালতে মোট ৬৭ টি বেঞ্চে ১৬,৯৮৮ টি ‘মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত à§«,২২৭ টি বিষয় এবং আদালতে বিচারাধীন à§§à§§,৭৬১ টি মামলা রয়েছে।বুধবার সাংবাদিক সম্মেলনে একথা জানান ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী। তিনি জানান জাতীয় লোক আদালতে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত à§«,২২৭ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসবে। এই বেঞ্চে ৮২ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। লোক আদালতে সবচেয়ে বেশি ১৯ টি বেঞ্চ বসবে আগরতলা আদালত চত্বরে।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র