ভারতীয় জনতা পার্টি তপশিলী জাতি মোর্চার তরফে আম্বেদকরকে শ্রদ্ধা

IMG 20231206 WA0394

আগরতলা : সংবিধান রচয়িতা বাবা সাহেব ডঃ বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালন করা হয়। শ্রদ্ধা-শপথে  আম্বেদকরের ৬৮ তম তিরোধান দিবস উদযাপন করা সরকারি বেসরকারি ভাবে রাজ্যের বিভিন্ন জায়গায়। আগরতলায় তপ হিলি জাতি কল্যাণ দপ্তরের পাশাপাশি ভারতীয় জনতা পার্টি তপশিলী জাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগেও প্রয়াণ দিবস উদযাপন করা হয়। বুধবার সকালে প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে হয় অনুষ্ঠান। উস্পথিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, তপশিলি জাতি মোর্চার রাজ্য সভাপতি টুটন দাস সহ অন্যান্যরা।উপস্থিত সকলেই আম্বেদকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করার জন সহযোগিতা করেছেন আম্বেদকর। সমাজের অস্পৃশ্যতাকে দূর করার জন্য , সকলের সমান অধিকারের জন্য  আম্বেদকর যেভাবে সমাজকে একত্রিত করার প্রয়াস নিয়েছিলেন তাই উনার প্রয়াণ দিবসে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হচ্ছে

Related posts

Govt provides 16,942 jobs since 2018: CM

মন কি বাত এর মাধ্যমে মানুষের সাথে সংযোগ স্থাপন করেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সিপিআই-র বিক্ষোভ কর্মসূচী