আগরতলা : পশ্চাদপদ-দলিত অংশের মানুষের জন্য যে কাজ করে গেছেন বাবা সাহেব ডঃ বি আর আম্বেদকর তা আজকের দিনেও প্রাসঙ্গিক।সংবিধান রচয়িতা বাবা সাহেব ডঃ বি আর আম্বেদকরের তিরোধান দিবসে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর বাবা সাহেব ডঃ বি আর আম্বেদকরের তিরোধান দিবস প্রতিবছর পালন করা হয় সরকারি ভাবে রাজ্যেও। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগেও ডঃ বি আর আম্বেদকরের ৬৮ তম তিরোধান দিবস উদযাপন করা হলো বুধবার। এদিন সকালে স্টেট মিউজিয়ামের সামনে ডঃ বি আর আম্বেদকরের আবক্ষ মূর্তির সামনে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, মুখ্য সচিব জে কে সিনহা, পশ্চিম জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরি দুলাল আচার্য সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, অন্তিম ব্যক্তি পশ্চাদপদ শ্রেণীর যারা মানুষের সামাজিক, আর্থ- সামাজিক উন্নয়ন সেটা যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেজন্য প্রধানমন্ত্রী বিভিন্ন স্কিম নিয়েছেন। রাজ্যেও এস সি কল্যাণ দপ্তর থেকে সেভাবে কাজ করছে। মুখ্যমন্ত্রী বলেন, আম্বেদকর যে দিশা দেখিয়েছেন সেই দিশায় চলার শপথ নেওয়া হয়।
এস সি কল্যাণ দপ্তরের উদ্যোগে আম্বেদকরের তিরোধান দিবসের অনুষ্ঠানে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী
179