১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হবে রাজ্যে

আগরতলা : ভবিষ্যতে মানবাধিকার সংস্কৃতিকে সুসংহত ও টিকিয়ে রাখা। এই ভাবনায় এবছর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হবে রাজ্যে। ১০ ডিসেম্বর আগরতলা রবীন্দ্র ভবনে হবে রাজ্য ভিত্তিক মানবাধিকার দিবসের অনুষ্ঠান। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর হাট ধরে অনুষ্ঠানের উদ্বোধন হবে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে একথা জানান ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন বিচারপতি এস সি দাস।এদিন মানবাধিকার কমিশনের অফিসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। চেয়ারপার্সন জানান¸ চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত কমিশনে ৩৯০ টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৩৬৮ টি নিস্পত্তি করা হয়েছে। তিনি জানান কমিশনের সবগুলি সিদ্ধান্তের সদর্থক ভুমিকা গ্রহণ করেছে রাজ্য সরকার। রাজ্যভিত্তিক অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও উপস্থিত থাকবেন মুখ্য সচিব জে কে সিনহা, পুলিসের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা সহ অন্যরা।

Related posts

Govt provides 16,942 jobs since 2018: CM

মন কি বাত এর মাধ্যমে মানুষের সাথে সংযোগ স্থাপন করেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সিপিআই-র বিক্ষোভ কর্মসূচী