উমাকান্ত একাডেমীর ১৩৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হবে

আগরতলা : রাজধানীর ঐতিহ্যবাহী উমাকান্ত একাডেমীর প্রতিষ্ঠা দিবসে কর্মসূচী নিল শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনিদের সংগঠন। বুধবার সাংবাদিক সম্মেলনে একথা জানান এলামণি এসোসিয়েশনের কর্মকর্তারা। তারা জানান প্রাক্তন ছাত্রদের সংগঠন উমাকান্ত একাডেমী এলামনি উদ্যোগে এবং বিদ্যালয়ের বর্তমান কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রদের সহযোগিতায় চিরাচরিত ঐতিহ্য অনুসরণ করে ১৫ ডিসেম্বর পালন করা হবে হবে একাডেমীর ১৩৪ তম প্রতিষ্ঠা দিবস।সেদিন সকালে প্রথমে হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা উমাকান্ত মাঠ থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন রাজপথ পরিক্রমা করে একাডেমী প্রাঙ্গনে ফিরে আসবে।এর পরে রয়েছে দিনভর কর্মসূচী। এর মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সহ অন্যরা।

Related posts

সমাপ্ত হল এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিন ব্যাপী কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেল

North Tripura to benefit from new agricultural schemes: CM