তথ্য-সংস্কৃতি দপ্তরের অফিসের পরিত্যক্ত জায়গায় আগুনে আতঙ্ক

IMG 20231220 162608

আগরতলা : আচমকা বিকেলে রাজধানীর গান্ধীঘাট তথ্য-সংস্কৃতি দপ্তরের অফিস চত্বরে আগুন। মুহূর্তে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখায় আতঙ্ক ছড়ায়। তবে আগুন কোন অফিস ঘরে নয়, পরিত্যক্ত জায়গায় পড়ে থাকা বোর্ডে লাগে।অগ্নিকাণ্ডের ঘটনা তথ্য-সংস্কৃতি দপ্তরের অফিসার-কর্মচারীদের নজরে আসতেই খবর পাঠানো হয় দমকল কর্মীদের কাছে।ছুটে যান তথ্য-সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্যও।ঘটনার খবর পেয়ে আগরতলা ফায়ার স্টেশন থেকে দুটি সহ তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। তাদের তৎপরতায় আগুন আয়ত্ব আসে। আগুন কোন বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনায় তথ্য- সংস্কৃতি দপ্তরের অফিস চত্বরে চাঞ্চল্য ছড়ায়।তবে কিভাবে আগুনের সূত্রপাত এনিয়ে ধোঁয়াশা।ঘটনার তদন্ত চলছে।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে