৪ দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরে স্মারকলিপি টি এস ইউর

আগরতলা : রাজধানীতে হোস্টেলে জনজাতি ছাত্রীর মৃত্যুর ঘটনায়  সঠিক তদন্ত হচ্ছে না বলে অভিযোগ।  ফলে হস্টেলের অন্যন্য আবাসিকরা এখনও হোস্টেল কিংবা স্কুল মুখী হচ্ছেন না। এই অবস্থায় ঘটনার সুষ্ঠু তদন্ত ও ছাত্রীদের স্কুল মুখী করার দাবি  জানিয়েছে উপজাতি ছাত্র ইউনিয়ন। বৃহস্পতিবার টি এস ইউ-র তরফে ৪ দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন দেওয়া হয়। এদিন সংগঠনের এক প্রতিনিধি দল অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন সভাপতি নেতাজী দেববর্মা, সুজিত ত্রিপুরা সহ অন্যরা। উল্লেখত চলতি মাসের১৩ তারিখ  বিজয় কুমার স্কুলের ছাত্রী শেয়ারি জমাতিয়ার মৃতদেহ পাওয়া যায় অনঙ্গ মোহিনী এস টি হোস্টেলে। অভিযোগ ঘটনার এখনও সঠিক তদন্ত হচ্ছে না। যে কারণে এক সপ্তাহের বেশি সময় ধরে ১৫০ জন ছাত্রী স্কুলে যাচ্ছেন না। এমনকি হোস্টেল মুখী হচ্ছেন না। উপস্থিত হচ্ছে না।অভিযোগ প্রায় এক সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেছে এখন শিক্ষার্থীদের ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা কর্তৃপক্ষ করেনি।পাশাপাশি সংগঠনের দাবির মধ্যে রয়েছে  প্রতিটি জনজাতি হোস্টেলে ওয়ার্ডেন এবং গার্ড এর ব্যবস্থা করা সহ ৪ দফা দাবি তাদের।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল