আগরতলা : পাখির চোখ আসন্ন লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ঘর গোছাতে ব্যস্ত শাসক দল ভারতীয় জনতা পার্টি। সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি চলছে সভা, প্রশিক্ষণ শিবির। ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে বৃহস্পতিবার হয় বিস্তারক যোজনা প্রশিক্ষণ কর্মসূচী। এদিন বিভিন্ন জায়গা থেকে বিস্তারকরা এতে অংশ নেন। প্রশিক্ষণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা , প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য,ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বি. এল সন্তোষ, আসাম ও ত্রিপুরার সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু সহ অন্যান্যরা। সেখানে লোকসভা নির্বাচনে বিস্তারকদের ভুমিকা কি থাকবে তা নিয়ে আলোচনা হয়। কেন্দ্রে তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদীর সরকার প্রতিষ্ঠা করতে রাজ্যের দুটি লোকসভা আসনে বিপুলই ভোটে জয়ই লক্ষ্য শাসক দলের।
বিজেপি কার্যালয়ে বিস্তারক যোজনা প্রশিক্ষণ
225
previous post