আগরতলা : ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দেশের যাবতীয় ঐতিহ্য , স্বাধীনতা- গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা , সংবিধানের মর্মকথাকে ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে। বুধবার ৭৯ তম জনশিক্ষা দিবসে এই অভিযোগ করেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। তিনি আরও অভিযোগ করেন, ত্রিপুরায় যারা তিপ্রাসাদের কথা বলেন , উপজাতিদের জন্য মেকি দরদ, আলাদা রাজ্যের কথা বলেন তাদের সঙ্গে যোগসাজশে তাদের কৌশলগত অবস্থানের কারণে আজকে ত্রিপুরার সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপিকে চা চাইলেও ক্ষমতায় আছে। বুধবার প্রতিবছরের মতো যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় ৭৯ তম জনশিক্ষা দিবস। সকালে মেলারমাঠ সিপিআইএম রাজ্য দপ্তরে প্রথমে দলীয়ও জি এম পির পতাকা উত্তোলন করা হয়। এর পরে জনশিক্ষা আন্দোলনের নেতৃত্বদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতৃত্ব। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, জি এম পি , টি ওয়াই, এফ, টি এস ইউ নেতৃত্ব।
৭৯ তম জনশিক্ষা দিবস উদযাপন রাজ্যে
277
previous post