আগরতলা : বিকশিত ভারত সংকল্প যাত্রাকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি সুবিধাভোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। বুধবার এই মতবিনিময় অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হয় রাজ্যের বিভিন্ন মণ্ডলে। তা দেখানোর ব্যবস্থা করা হয় দলীয় নেতৃত্ব ও কার্যকর্তাদের।এদিন রাজধানীর বিভিন্ন মণ্ডলেও হয় অনুরূপ কর্মসূচী। ৯ বনমালীপুর মণ্ডলের অধীন রাজধানীর মঠ চৌমুহনী ফ্লাওয়ার্স ক্লাবে এই অনুষ্ঠান দেখানো ব্যবস্থা করা হয়। দলীয় কর্মী ও কার্যকর্তাদের সঙ্গে বসে সুবিধাভোগীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় দেখেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য, মণ্ডল সভাপতি চন্দ্র শেখর দে সহ অন্যরা।কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুবিধা যারা পেয়েছেন তাদের সঙ্গে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন সরাসরি।রাজীব বাবু বলেন, বিভিন্ন প্রকল্পে দেশের বিভিন্ন প্রান্তে যারা সুবিধা পেয়েছেন তাদের সঙ্গে সময়ে সময়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। কার্যকর্তাদের সঙ্গেও আলোচনা করেন। প্রধানমন্ত্রীর এদিনের ভাষণ থেকে প্রেরনা পাওয়া গেছে কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে তা নিয়ে।
সুবিধাভোগীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের সরাসরি সম্প্রচার দেখলেন রাজীব
138