243
আগরতলা : চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উড়িষ্যার ভুবনেশ্বরে হবে জাতীয় জুনিয়র বাস্কেটবল প্রতিযোগিতা।৪-১১ ফেব্রুয়ারী এই ৭৩ তম বাস্কেটবল প্রতিযোগিতা হবে। এতে অংশ গ্রহন করবে ত্রিপুরা বালক দল। প্রতিযোগিতাকে সামনে রেখে ইতি মধ্যে রাজ্যদল গঠন করে নিয়েছে এিপুরা বাস্কেটবল অ্যাসোসিয়েশন। প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য ৩০ জানুয়ারি রেলপথে রাজ্য ত্যাগ করবে ১২ জন খেলোয়াড় সহ ১৪ সদস্যের রাজ্য দল। সোমবার এনএসআরসিসি হলে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন এিপুরা বাস্কেটবল অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান তথা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সংস্থার সভাপতি সঞ্জয় সাহা, এিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা সহ অরো অনেকে।