বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তুলছে স্লিম অ্যান্ড ফিট

আগরতলা : বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করে তোলা। সে লক্ষ্য নিয়েই স্লিম এন্ড ফিট বর্তমানে সাতটি কোর্স চালু করেছে। এর মধ্যে রয়েছে যোগা, মেডিটেশন সহ বিভিন্ন কোর্স ।এই কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে যুবক-যুবতীরা স্বাবলম্বী হচ্ছেন। সাতটি কোর্সের মধ্যে রয়েছে ডিপ্লোমা ডিগ্রী কোর্স। সাতটি কোর্সের বিভিন্ন বিভাগে ১৬ জন ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়েছেন ।

তিন মাস, ছয় মাস এক বছরেরও কোর্স রয়েছে।তাদের মধ্যে শংসাপত্র বিলি করা হয় শুক্রবার ।এদিন আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে ১৬ জনের হাতে শংসাপত্র তুলে দেন স্লিম অ্যান্ড ফিটের কর্ণতার শুভেন্দু বিকাশ সাহা ও সংস্থার অধ্যক্ষা লিপিকা সাহা । তারা জানান স্লিম এন্ড ফিটের সাতটি কোর্স করা হয়েছে বেকার যুবক যুবতীরা যাতে এসব কোর্স করে স্বাবলম্বী হতে পারে ।ইতিমধ্যে বেশ সুনাম অর্জন করেছে এই প্রতিষ্ঠান। বিভিন্ন এওয়ার্ড পেয়েছে। আগামী দিনও বিভিন্ন পরিকল্পনা রয়েছে স্লিম এন্ড ফিটের।

Related posts

পূর্ব আগরতলা থানার পুলিসের জালে যুবতী সহ ৪

শ্রম ভবনে গণডেপুটেশন দিল অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস

সদর মহকুমা সম্মেলনকে সামনে রেখে বাইক রেলি