দায়িত্ব পেয়ে প্রদেশ বিজেপি সভাপতির সঙ্গে সাক্ষাৎ করলেন মিমি- সুশান্ত

আগরতলা : নতুন সভাপতি হ্যেই প্রদেশ বিজেপি কার্যালয়ে ছুটে আসেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব ও মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার। তারা দুইজন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যয়ের সঙ্গে সৌজন্য মূলক সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। তারা সাক্ষাৎ করেছেন বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিতের সঙ্গেও।

এদিন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের কেন্দ্রীয় কমিটি ও রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে চর্চা করেই নতুন টিম গঠন করা হয়েছে। পুরনোদের উপরে যেমন দায়িত্ব থাকবে তেমনি যারা নতুন এসেছেন তারাও দায়িত্ব নিয়ে কাজ করবে। তিনি বলেন। লক্ষ্য হল ২০২৪ সালে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখা। রাজ্যের দুটি আসনেই পদ্মফুল ফের ফুটিয়ে নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া হবে। এদিকে নতুন ভাবে সভাপতির দায়িত্ব পেয়ে খুশি মিমি মজুমদার ও সুশান্ত দেব বলেন, সংগঠনকে রাজ্য ব্যাপী আরও মজবুত করার চেষ্টা করা হবে।

Related posts

Govt plans to deploy Special Executives as tourist police: CM

রাজ্যের আট জেলায় হবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মহড়া

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এন ডি আর এফ ফান্ড থেকে ডি বি টির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়