রাইয়াবাড়ির আক্রান্তদের পাশে দাঁড়িয়ে পুলিস কার্যালয়ে বিভিন্ন সংগঠনের ডেপুটেশন

আগরতলা : বেআইনি ভাবে ১৭ টি সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ। এর প্রতিবাদ জানিয়ে পরিবার গুলিকে নিরাপত্তা দেওয়ার দাবিতে পুলিসের মহা নির্দেশকের কাছে স্মারকলিপি জমা দিলেন ৮ টি সংগঠনের প্রতিনিধিরা। মঙ্গলবার পুলিস সদর কার্যালয়ে এসে তারা স্মারকলিপি জমা দেন।

অভিযোগ উদয়পুর মহকুমার রাইয়াবাড়ি এলাকায় ১৭ টি সংখ্যালঘু পরিবারকে অসাংবিধানিক ভাবে উচ্ছেদের চেষ্টা করছে কতিপয় দুর্বৃত্ত। ৪ মাসে কয়েকবার আক্রমণ সংঘটিত করা হয়েছে। অভিযোগ একটি বাড়ির বসতঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব ঘটনায় আতঙ্কিত পরিবারের লোকজন। তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। প্রতিকার চেয়ে এদিন আক্রান্ত পরিবারের লোকজন সহ ৮ টি সংগঠনের তরফে ডেপুটেশন দেওয়া হয়েছে পুলিস সদর কার্যালয়ে।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল