রাইয়াবাড়ির আক্রান্তদের পাশে দাঁড়িয়ে পুলিস কার্যালয়ে বিভিন্ন সংগঠনের ডেপুটেশন

আগরতলা : বেআইনি ভাবে ১৭ টি সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ। এর প্রতিবাদ জানিয়ে পরিবার গুলিকে নিরাপত্তা দেওয়ার দাবিতে পুলিসের মহা নির্দেশকের কাছে স্মারকলিপি জমা দিলেন ৮ টি সংগঠনের প্রতিনিধিরা। মঙ্গলবার পুলিস সদর কার্যালয়ে এসে তারা স্মারকলিপি জমা দেন।

অভিযোগ উদয়পুর মহকুমার রাইয়াবাড়ি এলাকায় ১৭ টি সংখ্যালঘু পরিবারকে অসাংবিধানিক ভাবে উচ্ছেদের চেষ্টা করছে কতিপয় দুর্বৃত্ত। ৪ মাসে কয়েকবার আক্রমণ সংঘটিত করা হয়েছে। অভিযোগ একটি বাড়ির বসতঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব ঘটনায় আতঙ্কিত পরিবারের লোকজন। তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। প্রতিকার চেয়ে এদিন আক্রান্ত পরিবারের লোকজন সহ ৮ টি সংগঠনের তরফে ডেপুটেশন দেওয়া হয়েছে পুলিস সদর কার্যালয়ে।

Related posts

তিপ্রাসাদের বিভিন্ন দাবির মীমাংসা হতে পারে দুই- তিন মাসের মধ্যে—প্রদ্যোত

উত্তর-পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২ তম প্লেনারি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

২৪ তম রাজ্য সম্মেলন নিয়ে সিপিআইএম প্রস্তুতি সভা