আগরতলা : শাসক দলের বিধায়ক যাদব লাল নাথ ইস্যুতে বাজেট অধিবেশনের প্রথম দিনই উত্তপ্ত বিধানসভা। বাম, কংগ্রেস, তিপ্রা মথার বিধায়করা একজোট হয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান।বিজেপি-আইপিএফটি জোট দ্বিতীয় সরকারের প্রথম বিধানসভা অধিবেশনে বসে মোবাইলে নীল ছবি দেখার অভিযোগ উঠে শাসক দলের প্রথম বারের বিধায়ক যাদব লাল নাথের বিরুদ্ধে। অভিযোগ তাঁর বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।তাই বিধানসভার বাজেট অধিবেশনে এনিয়ে সরব হন বিরোধী বাম কংগ্রেস ও তিপ্রা মথার বিধায়করা। শুক্রবার অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করছেন তখনই যাদব লাল নাথ ইস্যু নিয়ে সুর চড়ান তাঁরা তিন দলের সদস্যরা আওয়াজ তুলেন কেন ব্যবস্থা নেওয়া হলেও বিধায়ক যাদব লাল নাথের বিরুদ্ধে। তুমুল বিক্ষোভ চলে বেশ কিছু সময়। স্লোগান দিতে থাকেন যাদব লাল নাথকে বরখাস্তের। অভিযোগ অধ্যক্ষের দিকে কতিপয় বিরোধী সদস্য কাগজও ছোঁড়ে দেন। পরে সুদীপ রায় বর্মণ, শুক্রবারের জন্য বিধানসভা থেকে বৃষকেতু দেববর্মা, রঞ্জিত দেববর্মা,নন্দিতা রিয়াং ও নয়ন সরকারকে শুক্রবারের জন্য বিধানসভা অধিবেশন থেকে বহিষ্কার করেন অধ্যক্ষ। এর প্রতিবাদ জানিয়ে বিরোধী তিন দলের সমস্ত সদস্যরা এদিনের জন্য বিধানসভা অধিবেশন বয়কট করেন।এদিকে অধিবেশন শুরুর আগেই কংগ্রেস বিধায়ক যাদব লাল কাণ্ডে গঙ্গা জল ছিটিয়ে অধিবেশনে প্রবেশ করেন।
বিধায়ক যাদব লাল নাথ ইস্যুতে বিরোধীদের বিক্ষোভ ওয়েলে নেমে
158