192
আগরতলা : সরকারি চাকুরী ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ৫ জুলাই এই ঘোষণা দিয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্তে খুশি বিজেপি যুব সংগঠন। শুক্রবার ভারতীয় জনতা পার্টি টাউন বড়দোয়ালী মন্ডলের যুব মোর্চা রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে ধন্যবাদ জানিয়ে আগরতলা শহরে মিছিল করে। এদিন রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে বের হয় মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে ছিলেন বিজেপি টাউন বড়দোয়ালী মন্ডলের সভাপতি সঞ্জয় সাহা, যুব নেতা পদ্মনাভ সাহা সহ অন্যরা।