আগরতলা : আরও এক চোর চক্রের চার সদস্য পুলিসের জালে।ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পূর্ব আগরতলা থানার পুলিস উদ্ধার করে বিভিন্ন স্বর্ণালঙ্কার। সোমবার পূর্ব থানার পুলিস আটক করে রাজধানীর অভয়নগরের অমিত দেববর্মা নামে একজনকে। চক্রের ধৃত অন্য তিন সদস্য হল অভিজিৎ দেববর্মা, কমল দেববর্মা ও আকাশ রবিদাস।সদর মহকুমার পুলিস আধিকারিক জানান, ধৃতদের বিরুদ্ধে শুধু পূর্ব আগরতলা থানা এলাকা নয়, এনসিসি থানা এলাকায়ও চুরি কাণ্ড সংঘটিত করার অভিযোগ রয়েছে।তিনি জানান ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে সেসব ঘটনার তথ্য বের করার পাশাপাশি অন্যান্য চুরির ঘটনায় অন্যান্য স্বর্ণালঙ্কারও খুঁজে বের করা হবে।
সদর মহকুমা পুলিস আধিকারিক আরও জানান, গত বছরের শেষের দিকে বনমালীপুর ও ধলেশ্বর এলাকায় কয়েকটি চুরির ঘটনা ঘটে। থানায় মামলা হওয়ার পরে পূর্ব আগরতলা থানার ও সির নেতৃত্বে একটি টিম গঠন করে তদন্ত শুরু হয়। এর পরেই তদন্তে নেমে পুলিস প্রথমে অমিতকে আটক করে তল্লাশি চালিয়ে কিছু জিনিস উদ্ধার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ চালিয়ে চক্রের অন্যদের বলতে না চাইলেও কায়দা করে পুলিস অপর তিনজনের হদিশ পায় এবং স্বর্ণালঙ্কার পিতলের জিনিসের উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে অধিকাংশ জিনিস বনমালীপুরের বাশিন্দা গৌতম দেবের বাড়ির।