নিজ বিধানসভা কেন্দ্র ঘুরে দেখলেন বাম বিধায়ক

আগরতলা : এলাকায় রাস্তা-ঘাট, ড্রেনের সমস্যা। বর্ষাকালে বেহাল রাস্তার জন্য সমস্যায় পড়তে হয় লোকজনকে। দীর্ঘ বছরের এই সমস্যা সুরাহার দাবি জানিয়ে এলাকার বিধায়ককে কাছে পেয়ে জানান ভুক্তভোগীরা। বিধায়কও বিষয়গুলি দেখার আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার বড়জলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদীপ সরকার এলাকা পরিদর্শনে বের হন। তিনি এদিন সকালে চানমারির কার্গিলটিলা, চৌহান বস্তী সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। অনেক দিন ধরে বেহাল জল নিকাশি ব্যবস্থা, রাস্তা ঘাট ঘুরে দেখেন। কথা বলেন এলাকার লোকজনের সঙ্গে। সাধারণ মানুষও এলাকার বিধায়ককে কাছে পেয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। এভাবে নিজ বিধানসভা এলাকা পরিদর্শন অব্যাহত থাকবে বলে বিধায়ক সুদীপ সরকার জানান।

 

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে